পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আইনি জটিলতার অবসান হয়েছে। গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনে ভোটগ্রহণে আর কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। আদালতের এই আদেশের ফলে পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারি তারিখেই ভোট অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে। গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে যে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল, আদালত সেটিকেই বহাল রেখেছেন।
এর আগে সীমানা জটিলতার কারণ দেখিয়ে স্থানীয় দুই বাসিন্দা জহিরুল ইসলাম ও আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে চেম্বার আদালত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিলে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নজিবুর রহমান লিভ টু আপিল দায়ের করেন। আজ সেই আপিলের শুনানি শেষে আদালত স্থগিতাদেশ তুলে নিয়ে নির্ধারিত সময়ে ভোট করার নির্দেশ দেন।
আদালতের এই রায়ের ফলে এলাকায় নির্বাচনি আমেজ পুনরায় ফিরে এসেছে। নির্বাচন কমিশনকেও আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।