শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে পরবর্তী অভিযোগ গঠন (চার্জ) শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এই দিন নির্ধারণ করেন। এদিন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ কারাগারে থাকা ৩০ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা মামলার দায় থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আংশিক শুনানি বাকি থাকায় আদালত পরবর্তী তারিখ ৯ ফেব্রুয়ারি ধার্য করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত একটি জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন শেখ হাসিনা। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাত করার নির্দেশ এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় গত বছরের ২৭ মার্চ সিআইডি কর্মকর্তা এনামুল হক মামলাটি করেন।

পরবর্তীতে তদন্ত শেষে ৩০ জুলাই ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় এর আগে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।