আব্দুল হাইয়ের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে বিজয়ী নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম উভয়পক্ষের শুনানি শেষে আগামী ১৩ মে পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ১৩ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন বিজয়ী নৌকার প্রার্থী আব্দুল হাই।

হাইকোর্টে ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদন করেন। গত ১ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। নজরুল ইসলাম দুলাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক ও মজিবুর রহমান।

আইনজীবীরা জানান, ৭ জানুয়ারি নির্বাচনের দিন ঝিনাইদহ-১ আসনে রিটার্নিং অফিসার একটি ফলাফল শিট দেন। সেখানে বলেছেন ৪৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সে ফলাফলে পিটিশনার স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। আব্দুল হাইয়ের ছিল ৬৫ হাজার ভোট। কিন্তু পরে তাকে ৯৪ হাজারের মতো ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। অনিয়মের লিখিত অভিযোগ দেন স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম। নির্বাচন কমিশন বলছে হাইকোর্ট অভিযোগগুলো দেখবেন। এ জন্য হাইকোর্টে এসেছেন নজরুল ইসলাম।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।