বেইলি রোডে অগ্নিকাণ্ড

গ্রেপ্তার শ্রমিকদের তালিকা চান হাইকোর্ট

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কতজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে সে তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে আইজিপিকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার করা কেন বেআইনী হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান।

ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে যেসব শ্রমিক রেস্টুরেন্টে কাজ করতে এসেছে তাদের গ্রেপ্তার করে ক্রিমিনালদের সাথে রাখা হয়েছে। পুলিশের আইজির কাছে জানতে চাই আপনি জানতেন না কিভাবে গ্রেপ্তার করা হয়েছে? এ বিষয়ে আমি একটি জনস্বার্থে রিট আবেদন করেছি। পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে ৩০ দিনের মধ্যে কাদের গ্রেপ্তার হয়েছে তা জানাতে।

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় গত ১ মার্চ পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এ মামলায় অনেক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।