সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি হস্তান্তরে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

সাবেক ফুটবলার ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশানের সেই বাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে তিন মাসের মধ্যে হস্তান্তরের নির্দেশ প্রদান করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২৪ মার্চ) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এ আদেশের ফলে আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।

এর আগে গত ১৯ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রায় দেন। রায়ে আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে তিন মাসের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। তিনি বলেছিলেন, সালাম মুর্শেদীর গুলশানের যে বাড়িটি সেটি আসলে পরিত্যক্ত সম্পত্তি। এটি নিয়ে দীর্ঘ শুনানির পর আজকে রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলেছেন-এটা পরিত্যক্ত সম্পত্তি। সরকারের লিস্টে রয়েছে। তাই এটি হস্তান্তর (সালাম মুর্শেদীর কাছে) সম্পূর্ণ অবৈধ।

এছাড়া আব্দুস সালাম মুর্শেদীকে রায় পাওয়ার তিন মাসের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর মন্ত্রণালয়ের সচিবকে এটি বুঝে পাওয়ার ১৫দিনের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ২০২২ সালের ৩০ অক্টোবর রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।