প্রার্থিতা বাতিলের আদেশ বহাল

সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
 
শুনানিতে সেলিম প্রধানের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও আশফাকুর রহমান। অপর প্রার্থীর পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

শুনানিতে সেলিম প্রধানের আইনজীবী তার আবেদনটি নন-প্রসিকিউশনের জন্য আবেদন করেন। তখন আপিল বিভাগ বলেন, আপনাদের জরুরি কথা বিবেচনা করে আবেদনটি লিস্টে আনা হয়েছে। এখন বলছেন নন-প্রসিকিউশন করবেন। সব কিছুর একটা সীমা থাকা দরকার। এরপর আদালতের সময় নষ্ট করার জন্য সেলিম প্রধানকে ১০ হাজার টাকা টোকেন জরিমানা করা হয়।

এর আগে গত ৬ মে সেলিম প্রধানের প্রার্থিতা ও প্রতীক বরাদ্দে হাইকোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবী।