ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার সাড়ে ৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা (বিনাশ্রম) দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।    

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে জামিনে থাকা আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আসামিপক্ষের আবেদনে পাপিয়াকে বিশেষ বিবেচনায় কারাগারে না পাঠানোর আদেশ দেন বিচারক। অন্য মামলায় গ্রেপ্তার থাকায় সুমনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পাপিয়া দম্পতির আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া বলেন, এ মামলায় তাদের ২০২০ সালের ১৫ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২০ জুন পাপিয়া কারামুক্ত হন। অপর আসামি মফিজুর রহমান সুমন গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন।

তিনি বলেন, ‘আদালত তাদের যে সাজা দিয়েছেন, সেই মেয়াদের সাজা তারা আগেই ভোগ করেছেন। তাই পাপিয়াকে কারাগারে না পাঠিয়ে আমরা তার মুক্তি চেয়ে আবেদন করি। বিশেষ বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হয়েছে। তাকে আর কারাগারে যেতে হয়নি। এখান থেকেই তিনি মুক্তি পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণ দেখে আমরা আপিলের সিদ্ধান্ত নেব।’

রায়ে অসন্তোষ প্রকাশ করে দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, মামলায় আনা অভিযোগের সর্বোচ্চ সাজা ১০ বছর। কিন্তু তাদের মাত্র সাড়ে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপিল করা হবে। 

LH/FJ
আরও পড়ুন