রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
গত ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। রিমান্ড শেষে গত ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী।
আদালতে জামিন আবেদনের পক্ষে কাজী নজিবুল্লাহ হিরু, মোখলেসুর রহমান বাদল প্রমুখ আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
গত ৭ মে রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমান থেকে নামার পরই অভিবাসন পুলিশ সোহেল সিরাজকে আটক করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির হাতে তুলে দেয়।
গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৬ জন মারা যায়। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে।