গুমের পর গুলি করে পঙ্গু

অভিযোগ দিতে ট্রাইব্যুনালে শিবির নেতারা

অভিযোগ দায়ের করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দারস্থ হয়েছেন গুম ও নির্যাতনের শিকার হওয়া ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে অভিযোগ দিতে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তারা।

ভুক্তভোগীদের আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব) জানান, ছাত্রশিবিরের যাদেরকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছিল এমন কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসেছেন। 

এসময় তাদের সাথে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আদিব।

গুম হওয়া ইসলামী ছাত্রশিবিরের চার নেতা হলেন- মো. আবুজর গিফারী, ওমর আলী, মো. রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন। - মো. আবুজর গিফারী ২০১৫ সালে গুম হওয়ার সময় জয়পুরহাট জেলার  ছাত্রশিবিরের সভাপতি এবং ওমর আলী একই জেলার ছাত্রশিবিরের সেক্রেটারী ছিলেন।