৩৭ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া 

তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া মোট ৩৭টি মামলা থেকে এখন পর্যন্ত খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

এদিন বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম। 

এর আগে, গত ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। আওয়ামী লীগ শাসনামলে সারাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয়।