আইনজীবী আলিফ হত্যা, ২ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি 

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি দুজন হলেন চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।

জানা যায়, অভিযুক্ত চন্দন দাশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় তার জবানবন্দিতে শিবা নামে একজনের নাম উল্লেখ করেছিলেন। আর রাজীব ভট্টাচার্য্য তার জবানবন্দিতে ওমবাই নামে একজনের নাম জানিয়েছেন। শিবা ও ওমবাইয়ের বিষয়ে আরও তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দরখাস্তে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন।