গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে থাকা সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্রের অধিকাংশ পুড়ে গেছে বলে জানানোর পর তদন্তের জন্য রাষ্ট্রপক্ষকে আরও ছয় মাসের সময় দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে এই মামলায় ১১৭ বার পেছায় প্রতিবেদন দাখিলের তারিখ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে, ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে ৬ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান, দুই অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং র্যাবের পরিচালক। তবে ৬ এপ্রিলের মধ্যে কোনো অগ্রগতি হয়নি কারণ আদালতের ছুটির কারণে কাজ থেমে ছিল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকা শহরের পশ্চিম রাজাবাজারে নিজের বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর ১২ ফেব্রুয়ারি নিহত রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।