স্ত্রী-মেয়েসহ হাসিনার সামরিক উপদেষ্টার ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক এবং মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে মোট ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে। এসব অর্থের উৎস সন্দেহজনক হওয়ায় তা অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালত শুনানি শেষে উক্ত ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

এর আগে, চলতি বছরের ২৭ জানুয়ারি দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করে দুদক।

মামলাগুলোতে অভিযোগ করা হয়, বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে প্রায় ৮১২ কোটি টাকা আত্মসাৎ ও সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে।