হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অর্থপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ নিষ্পত্তির আগে এসব অর্থ সরিয়ে নেওয়ার আশঙ্কায় ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়েছিল।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণার সময় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে ১১ জন গ্রেপ্তার থাকলেও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এখনো পলাতক রয়েছেন।

DR/FJ
আরও পড়ুন