মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির জানান, আগামীকাল বুধবার (২৭ মে) সকালে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
তিনি বলেন, আমরা একটি শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি, এই অ্যাডভান্স অর্ডার আদালত মঞ্জুর করেছেন। আমরা চেষ্টা করব আজ-কালকের মধ্যেই এই শর্ট অর্ডারটা যেন প্রসেস হয়ে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেতে পারেন, এজন্য আমরা সব আইনি ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সব অভিযোগ থেকে এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে।