ছুটি শেষে বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

ঈদুল আজহাসহ অন্যান্য কারণে টানা ১৮ দিন ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে বলে জানিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, ইতোমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। 

তবে অবকাশের মাঝে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে বিচারকাজ চলেছে।

ঈদুল আযহার, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে ৩ থেকে ২১ জুন পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল।