মাগুরায় আছিয়া ধর্ষণ-হত্যা

হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

দণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।

আইনজীবী নিজেই মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।