মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের আছিয়ার মৃত্যুর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শিশুটির মা। তিনি বলেন, ‘আমার সন্তানকে ফাঁস দেওয়া হয়েছিল, সেভাবে ধর্ষকের ফাঁসি চাই। আমি ওদের মৃত্যু চাই।’
বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমকে তিনি একথা বলেন।
আছিয়ার মা বলেন, ‘ব্লেড দিয়ে যেভাবে আমার মেয়েকে কষ্ট দেওয়া হয়েছে সেভাবেই বিচার করা হোক ধর্ষকের। আমার নাবালক মেয়েকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, আমি বিচার চাই।’
তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয়েছে মেয়েটা সুস্থ হবে। এবার বেঁচে গেলে আর কখনো বাড়ি থেকে একা ছাড়তাম না। কিন্তু আল্লাহ ডাক শোনেননি।’
স্বজনদের জড়িয়ে ধরে চিৎকার করে তিনি আরও বলেন, ‘শেষ বারের মতো মা বলে আর ডাকল না আমায়।’
এর আগে, দুপুর ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালবেলা দুই দফায় শিশুটির ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এসেছিল। কিন্তু দুপুর ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন ফেরেনি। দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।
