এক দশক পর মুক্তি পেলেন ব্লগার ফারাবী

প্রায় এক দশক পর জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী। শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে দেখা হয়। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়।

হাইকোর্টের একটি বেঞ্চ ফারাবীর জামিন মঞ্জুর করে। আদালতে তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান ও মুহাম্মাদ হুজ্জাতুল ইসলাম খান। তারা আদালতে বলেন, মামলার চার আসামির স্বীকারোক্তিতে ফারাবীর নাম নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষী তার সম্পৃক্ততার কথা বলেননি এবং ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তি দেননি। এছাড়া তার দীর্ঘ কারাবাসের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। পরে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলেও আদালত ‘নো অর্ডার’ দিলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একুশে বইমেলা থেকে ফেরার পথে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। এই ঘটনায় অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন তিনি।