আদালত চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুঁশিয়ারিমূলক বার্তা দিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে তোলা হয় জুলাই হত্যা মামলার কয়েকজন হাই প্রোফাইল আসামিকে। যাদের মধ্যে পলকও ছিলেন।
এসময় সাবেক এই প্রতিমন্ত্রীকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘সামনে তো নির্বাচন, আপনি কি অংশ নেবেন?’ এর জবাবে শুধু ‘না’ সূচক মাথা নাড়েন পলক। এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘সব কিছুরই শেষ আছে।’
এরপর পলক তার পরিবারের কাছে নিজের অবস্থার খবর পৌঁছে দিতে বলেন এবং তিনি শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন বলেও জানান।
এদিন আদালতে তোলার পর পলক ছাড়াও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এসময় প্রত্যেকের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় এবং পাঁচতলায় এজলাসে ওঠানো হয়।
এরপর গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় পলক, মেনন, আতিক ও দস্তগীরদের গ্রেপ্তার দেখানো হয়।