বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষায় ফেল করার পর রিভিউ করে যারা পাস করেছিলেন তাদের ফল বাতিল করা নিয়ে আন্দোলন করেছে বিক্ষুব্ধরা।
সোমবার (২৪ নভেম্বর) বিক্ষুব্ধরা বার কাউন্সিল ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মৌখিক পরীক্ষা।
পরে বিকেল সোয়া ৫টার দিকে জানানো হয় সোমবারের নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে। বার কাউন্সিলের একজন সহকারী পরিচালক এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
এদিকে মৌখিক পরীক্ষা দিতে আসা আইনজীবীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, অনেক দূর থেকে একেকজন মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। এখন যাওয়া সম্ভব না। তাই আজকেই মৌখিক পরীক্ষা শেষ করতে হবে।
অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন, তাদের রিভিউতে পাস করানোর পর অদৃশ্য শক্তির বলে ফলাফল বাতিল করা হয়েছে। তাই আবার রিভিউর বাতিল করা ফলাফল পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।