মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিশেষ আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৯০ দিনের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিযাচনের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিএমপিতে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশ ছিল। সেই ভিত্তিতে ডিএমপি তাকে আটকের পর আমাদের কাছে দিয়েছে। পরে আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়েছি।