অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলা নগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে যাত্রাবাড়ী থানা থেকে ৮ জন, বংশাল থানা থেকে ২ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, মুগদা থানা থেকে ১৫ জন, রূপনগর থানা থেকে ৬ জন এবং পল্টন মডেল থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকসহ মোট ৮ জনকে আটক করা হয়।

বংশাল থানার অভিযানে ২ জন, শেরেবাংলা নগর থানার অভিযানে ৪ জন এবং মুগদা থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রূপনগর থানায় ৬ জন ও পল্টন মডেল থানায় ১২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

FJ
আরও পড়ুন