সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জে টাস্কফোর্সের ১৪ ঘণ্টাব্যাপী অভিযানে ১ কোটি ৫৬ লাখ বারো হাজার পাঁচশ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে । সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার  সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্স।  

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বাংলাবাজার, ভাওয়ালীপাড়া ও কলাউড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ১১০ বস্তা সুপারি ও ১৪৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ বারো হাজার পাঁচশ টাকা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল গুলো  বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে।