রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনের কাজে ব্যবহিত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ভাবীর হোটেলের সামনে চেকপোস্টে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি করে এসব গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর জেলার সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মো. তোফাজ্জল (৪৫), একই উপজেলার দিঘীরপাড়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. রিজন (২১)।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গতকাল দিবাগত রাত সোয়া ২টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থেকে আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকার মূল্যের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
