ডেভিল হান্ট: একদিনে আরো গ্রেপ্তার ৭৬৯

ঢাকাসহ সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য অভিযান মিলিয়ে এ সময় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪১ জনকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দেশে তৈরি ১টি একনলা বন্দুক, কার্তুজ ২টি, রামদা ৪টি, চাপাতি ২টি, ছুরি ১টি, এলজি ১টি ও কাঁচি ১টি।
 
পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৭৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৫৭২ জন।

‘দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারী’দের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’  গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়।