যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ২৪ ঘণ্টায় ১৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছে ৬৩৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৯৯৯ জন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সবের মধ্যে রয়েছে পুরনো বিদেশি পিস্তল ১, এলজি ১, পিস্তলের ম্যাগাজিন ১, শর্টগানের শিসা কার্তুজ ১, ধারালো চাপাতি ১, ধারালো বটি ১ ও ২টি ছোরা জব্দ করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।