ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ৫৬৯, বন্দুক ও গুলি উদ্ধার

অপারেশন ডেভিল হান্টে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১হাজার ২৩১ জনকে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো গ্রেপ্তার ৫৬৯ জনকে করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১ মার্চ) পর্যন্ত ১হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ছাড়াও ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি দা, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি লাঠি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।