সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৬০ জন।
শুক্রবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬০ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয় আরও ৫৫৬ জনকে।
এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, শটগানের কার্তুজসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।