বিশেষ অভিযান

সারাদেশে গ্রেপ্তার ১৪৮৭, অস্ত্র উদ্ধার

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭২ জনকে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ১টি চায়না এসএমজি, ৪টি একনলা বন্দুক, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ১টি সিলিং, ৩০ রাউন্ড এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১টি দা, ১টি স্টিলের কিরিচ ও ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।