৭ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের খসড়ায় অন্তর্ভুক্ত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব ঘুরে শাহবাগে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। 

বিক্ষোভে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট), স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়।

শিক্ষার্থীদের মূল অভিযোগ, সাতটি কলেজের নিজস্ব দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোতে ‘স্কুলিং মডেল’ যুক্ত হলে এই প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা নষ্ট হবে। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই ওপর মহল থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘সরকার যে স্কুলিং মডেলের প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে আমরা পরিচিত নই। এমনকি আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও করা হয়নি। গুটিকয়েক শিক্ষার্থীর মতামতকে সবার মতামত বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এই অযৌক্তিক ও অনুপযোগী স্কুলিং মডেল চাই না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘নতুন কাঠামো চালু হলে কলেজের ল্যাবরেটরি, ক্লাসরুম ও অন্যান্য সুবিধা ব্যবহারে বড় ধরনের সংকট তৈরি হবে। এতে উচ্চমাধ্যমিক শিক্ষার মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানগুলোতে এই কাঠামো বসানো সম্পূর্ণ অযৌক্তিক।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই স্কুলিং মডেল মূলত ‘শিক্ষা সংকোচনের’ একটি পাঁয়তারা। তারা অবিলম্বে এই প্রস্তাবিত মডেল বাতিলের দাবি জানান। দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।