ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় এলাকার স্থানীয় জনসাধারণ শিক্ষার্থীদের সাথে মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো, তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে শরীফ ওসমান হাদির বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। ভারতের আধিপত্য ধ্বংস করে সকল খুনীদের বিচার নিশ্চিত করতে হবে বলে জানান। এছাড়া বিচার নিশ্চিত করা না গেলে সংশ্লিষ্টদের পদত্যাগ ও সমস্ত রাস্তাঘাট বন্ধ করে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, 'হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি এই হত্যাকান্ড একটি পরিকল্পিত হত্যার ঘটনা। হাদি ভাইয়ের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নয়তো সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে। ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদির মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।'

গকসু'র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো: সামিউল ইসলাম বলেন, 'চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের অকুতোভয়ী যোদ্ধা সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন। হাদি ভাই নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর ছিলেন না তিনি ছিলেন সর্বদলীয়। তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই করেছে। আজ একজন হাদির বিদায়ে, ১৮ কোটি হাদি জন্ম নিয়েছে।'

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, 'হাদি ভাই প্রমাণ করে দিলো কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হয়। অন্যায়, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। মেরুদণ্ডহীন প্রশাসনকে স্পষ্ট বলে দিতে চাই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে নয়তো প্রশাসনের পদত্যাগ পরতে হবে। আমরা আর কোন হাদিকে হারাতে চাই না।'

ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী মোজাম্মেল হাওলাদার শুভ বলেন, 'বিচারের বদলে বিচার চাই, রক্তের বদলে রক্ত। জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে যেসকল আওয়ামী সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়েছে তাদের নিপাত করতে হবে। আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফটকে মুজিবের মূর্তি অপসারণ করতে হবে।’

বিক্ষোভ মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় মুনাজাত করেন ছাত্র সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্থানীয় জনসাধারণ।