গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম ইসলামিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ এএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ধর্মীয় অনুশাসন ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার সমন্বয়ে প্রথমবারের মতো ইসলামিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয় ইসলামিক সোসাইটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্বে বিভিন্ন শিল্পী গোষ্ঠী হামদ নাত গজল ও কবিতা পরিবেশন করেন। পাশাপাশি তাওহীদ আকিদা ও ঈমানভিত্তিক বিষয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

যোহরের নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইসলামিক সেমিনার। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আদ দাওয়াহ ইলাল্লাহর পরিচালক এবং মাসিক আল ইতিছাম পত্রিকার প্রধান সম্পাদক ও ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

তিনি রিজিকের ধারণা ও দৈনন্দিন জীবনে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তাকদিরের ওপর পরিপূর্ণ বিশ্বাস না থাকলে মানুষ সহজেই ব্যর্থতায় ভেঙে পড়ে। আল্লাহ তায়ালার পূর্বনির্ধারিত জ্ঞান ও ফয়সালার ওপর ঈমান মানুষকে ধৈর্যশীল করে তোলে। রিজিক আল্লাহর দয়া এই বিশ্বাসই একজন মানুষকে মানসিকভাবে দৃঢ় রাখে।

বক্তব্যের শেষাংশে পরকাল বিশ্বাস পারস্পরিক সহযোগিতা ও বিলাসিতা পরিহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তিবাদকে চূড়ান্ত স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠা করার ফলেই সমাজে বৃদ্ধাশ্রমের মতো বাস্তবতার জন্ম হয়েছে। বদরের যুদ্ধ ধর্মীয় হলেও এর সঙ্গে অর্থনৈতিক বাস্তবতা যুক্ত ছিল এবং অর্থনৈতিক প্রভাব সমাজের রাজনৈতিক উত্থান পতনে ভূমিকা রাখে।

অনুষ্ঠান সম্পর্কে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস জিন্নাহ বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই আয়োজন একটি নতুন সংযোজন। ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীল সংস্কৃতির এমন সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যতে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন নিয়মিত করার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

শেষপর্বে কুইজ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান আলোচক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক বই উপহার দেয় গণ বিশ্ববিদ্যালয় ইসলামিক সোসাইটি।

HN
আরও পড়ুন