সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে দেশ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় এই মন্তব্য করেন তিনি।
শোকবার্তায় ঢাবি উপাচার্য শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাবি উপাচার্য বলেন, ‘শরীফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।’
ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপিঠ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন হাদি। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।