চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার সময় এক শিক্ষককে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ মেনে নেওয়া হবে না।

​শনিবার (১০ জানুয়ারি) রাতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

​বিবৃতিতে বলা হয়, ভিন্নমত বা বিতর্কের সমাধান সবসময় প্রচলিত আইন ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে হতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিসের মাধ্যমে সমাধান কাম্য নয়।

​একটি বিশেষ ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের পর থেকে ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ও ‘মব কালচার’ আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিক্ষক নিপীড়নের এই ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

​বিবৃতিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেতারা বলেন, ‘শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপমানজনক ঘটনা রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।’

​এছাড়া সব ক্যাম্পাসে ‘মববিরোধী’ কঠোর নীতি বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি এ বিষয়ে জাবি শিক্ষক সমিতিকে আরও জোরালো কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

​উল্লেখ্য, শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেন একদল শিক্ষার্থী। জুলাই আন্দোলনের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে তাকে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।