খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক : জাবি ভিসি 

বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যের এক প্রতীকী নেতৃত্বের নাম ছিল বেগম খালেদা জিয়া- এমন মন্তব্য করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোক বই খোলা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোক বাণীতে স্বাক্ষর করার মাধ্যমে শোক বইটি সবার জন্য উন্মুক্ত করেন।

শোক বার্তায় ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাঁর নেতৃত্বে সংকটময় সময়ে জাতি ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা পেয়েছে।

তিনি আরো বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। 

তিনি উদার গণতান্ত্রিক চেতনা লালন করেছেন এবং রাজনীতির দীর্ঘ পথচলায় দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন। জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকসম নেতৃত্বকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এসময় শোক বইয়ে স্বাক্ষর করেন প্রো-ভিসি(শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, মহিলা ক্লাবের সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।