ক্লাসরুম ছাড়িয়ে শিল্পের বাস্তবতায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা

তত্ত্বীয় জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করতে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ‘ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো ২০২৬’ পরিদর্শন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।

গত ৮ থেকে ১০ জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়ে আধুনিক প্রাণিসম্পদ শিল্পের বহুমুখী দিক সম্পর্কে ধারণা নেন তারা।

অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজিত এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ছিল ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন। মেলায় দেশি-বিদেশি প্রায় ৬ শতাধিক প্রতিষ্ঠান তাদের আধুনিক ভ্যাকসিন, ঔষধ, ফিড সলিউশন এবং ডায়াগনস্টিক প্রযুক্তি প্রদর্শন করে।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রদর্শনীতে অংশ নিয়ে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের আধুনিক প্রযুক্তির প্রয়োগ সরাসরি দেখার সুযোগ পান। শিক্ষার্থীরা জানান, বইয়ের পাতায় পড়া বিষয়গুলো বাস্তবে কীভাবে শিল্প খাতে ব্যবহৃত হচ্ছে, তা বুঝতে এই এক্সপো একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করেছে।

অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুকাররম হোসেন বলেন, “এই মেলায় এসে বুঝেছি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভেটেরিনারি সেক্টরের ব্যাপ্তি কতটা বিশাল। শুধু চিকিৎসা নয়, ফার্মাসিউটিক্যালস ও ফিড শিল্পে উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে।” নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আয়েশা রহমান অর্পা জানান, এই খাতে নারীদের ক্রমবর্ধমান উপস্থিতি তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।

অনুষদের ডিন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান বলেন, “এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী শিক্ষার্থীদের তত্ত্বীয় শিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব সংযোগ ঘটায়। এর ফলে তারা ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবে।”

শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরির এই ধারাবাহিকতায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অংশগ্রহণকে পেশাগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।