শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল দুর্বার সাস্টিয়ান ঐক্য। ১২ মাসে ২৮ দফা টার্গেট নিয়ে ইশতেহার ঘোষণা করেছে প্যানেলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান শিশির ও সাধারণ সম্পাদক প্রার্থী মুজাহিদুল ইসলাম।
ইশতেহারের ২৮ দফা হচ্ছে—জুলাই কর্নার স্থাপন এবং জুলাই গণ-অভ্যুত্থানে জড়িতদের বিচার নিশ্চিতকরণ, একাডেমিক ক্যালেন্ডারে শাকসু অন্তর্ভুক্ত করা, শতভাগ আবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ সংরক্ষণ, আজাদী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা।
এ ছাড়া গবেষণা কার্যক্রম সমৃদ্ধকরণ, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন, উদ্ভাবন ও সফট স্কিল বৃদ্ধি, উচ্চশিক্ষা মেন্টরিং, আন্তর্জাতিক সংযোগ জোরদার ও বৈশ্বিক শিক্ষা নিশ্চিতে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়। টিউশন অ্যাপ চালু এবং বৃত্তি কার্যক্রম গ্রহণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহারে আরও বলা হয়, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কঠোর আইনগত পদক্ষেপ, স্মার্ট সলিউশন ও প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন এবং দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা হবে। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গঠনে সমন্বিত উদ্যোগ, আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও ইশতেহারে স্থান পায়।
এ ছাড়া র্যাগিং ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা, ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রতিরোধমূলক নিরাপত্তা সেল গঠন, মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর, মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এবং সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার পরিসর বৃদ্ধির অঙ্গীকার করা হয়।