জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছেন। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যান তিনি। সেই থেকে নিয়মিত শুধু নাটকে কাজ করে যান অভিনেত্রী। এবার একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন ডলি জহুর।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৌলিক এক পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমা ‘ঝামেলা’। দিয়া প্রডাকশনসের ব্যানারে ইয়ামিন ইলানের পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়ে কাজে ফিরেছেন ডলি জহুর। অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাতেও কাজ করছেন তিনি।
সম্প্রতি সিনেমায় ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে ডলি জহুর বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি— কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। এ ছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।
'ঝামেলা' সিনেমায় ডলি জহুরের অভিনয় প্রসঙ্গে নির্মাতা ইয়ামিন ইলান বলেন, বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর প্রথমে এ সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না। তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন তিনি। পরিচালক বলেন, আমার আশা— সিনেমাপ্রেমী দর্শকরাও এ সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।
সিনেমাটির শেষ অংশের শুটিং শুরু হয়েছে। চলতি বছর কোনো একটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ইয়ামিন ইলান।
অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাতেও ডলি জহুরকে দেখা যাবে। এ সিনেমার অভিনেতা আফরান নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ সিনেমার শুটিংও শেষের দিকে। গত বছরের শেষ দিকে এ সিনেমার বড় অংশের শুটিং করা হয়েছে কাজাখস্তানে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
পাকিস্তানে ব্যাংক-পুলিশ স্টেশন দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত ১২
