এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে মাউশির নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় (SSC Exam 2026) ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর (Scientific Calculator) ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেন্দ্রে আনা যাবে না।

একনজরে এসএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম

বিষয় (Topic)    নির্দেশনাবলী (Instructions)
অনুমোদিত ক্যালকুলেটরপরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর (Normal Calculator) এবং নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
সায়েন্টিফিক মডেলসমূহfx-82MS, fx-100MS, fx-570MS, fx-991MS, fx-991EX, fx-991ES, fx-991ES Plus, fx-991CW।
নিষিদ্ধ ক্যালকুলেটরযেকোনো ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর (Programmable Calculator) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
স্মার্ট ডিভাইসক্যালকুলেটর মেমোরি ফাংশন বা গ্রাফিং সুবিধা সম্পন্ন হতে পারবে না। মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যাবে না।
বোর্ড কর্তৃপক্ষঢাকা শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় এই নিয়ম কার্যকর হবে।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলসমূহ (Approved Calculator Models)

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া ৮টি মডেল হলো:

  • Casio FX-82MS, FX-100MS, FX-570MS
  • Casio FX-991MS, FX-991EX, FX-991ES
  • Casio FX-991ES Plus, FX-991CW

এই মডেলগুলোর বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে তা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ নেই।

এসএসসি পরীক্ষা ২০২৬: অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর তালিকা

ক্রমিক নং ক্যালকুলেটর মডেল (Calculator Model)       ধরণ (Type)
FX-82MSসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-100MSসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-570MSসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-991MSসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-991EXসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-991ESসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-991ES Plusসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)
FX-991CWসায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল)

পরীক্ষার রুটিন ও ফরম পূরণ আপডেট (SSC Routine & Form Fill-up)

২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা (Practical Exam)।

এদিকে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ (SSC Form Fill-up) চলছে, যা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা 'সোনালী সেবার' মাধ্যমে ২৫ জানুয়ারি পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন।