শাকসু নির্বাচন স্থগিতের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনের ওপর করা রিট এবং কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির প্রতিবাদে সোমবার সকাল সোয়া ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন শাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু কয় তারিখ, ২০ তারিখ’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’- এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আজ উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের একটি রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী এই রিটটি করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, যারা শুরু থেকেই ছাত্র সংসদ নির্বাচন চায়নি, তারাই এখন আদালত ও আইনি মারপ্যাঁচে নির্বাচন বন্ধের চেষ্টা করছে। একই সঙ্গে গতকাল ছাত্রদল কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের সামনে শাকসু নির্বাচন স্থগিতের যে দাবি জানিয়েছে, তার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান বলেন, “যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করতে চায়, তাদের এই ট্রাম্পকার্ড আমরা সফল হতে দেব না। রিটের রায় যদি শিক্ষার্থীদের বিপক্ষে যায়, তবে আমরা রাজপথ ছাড়ব না।” স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, “জাতীয় নির্বাচনের অজুহাতে যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারা মূলত শিক্ষার্থীদের অধিকার খর্ব করতে চাচ্ছে। আমরা চাই আগামীকাল নির্ধারিত সময়েই ভোট হোক।”

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দীর্ঘ প্রতীক্ষিত এই শাকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।