শাকসু নির্বাচনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

যথাসময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) দেওয়ার জন্য সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন। এর আগে এদিন সকালে শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা।

এর আগে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা নির্বাচনে কোনো সহযোগিতা না করার ঘোষণা দেন। তারা আরো বলেন, নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের মতাদর্শের, তারা যেন পদত্যাগ করেন।

অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের শিক্ষকরা। এতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে, শিক্ষার্থীদের স্বার্থের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকরাও সহযোগিতা করবেন বলে মনে করেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সোমবার দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে ইউটিএলের সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।