সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (২১ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এতে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় এই লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছিল। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
পরীক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানানো হবে।
উল্লেখ্য, পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব এবং ‘ডিভাইস পার্টি’ সক্রিয় হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। জালিয়াতির দায়ে গাইবান্ধা, নওগাঁ, দিনাজপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাতেনাতে ২০৭ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়।
তবে অধিদপ্তরের দাবি, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং স্বচ্ছতা বজায় রেখেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। যারা জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই পরীক্ষা বাতিলের কোনো কারণ নেই।
শীঘ্রই উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।