রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

রোববার (১৪ জানুয়ারি) খবরটি জানাজানি হয়। যদিও অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাষ্ট্রপতির নিয়োগ দেয়া পদটি ছাড়তে চাইছেন ট্রেজারার।

পদত্যাগের বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ বলেন, এখানে কোনো কাজ নেই শুধু শুধু বসে থাকা। কোনো কাজ না থাকার কারণে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চেয়েছি। আমার এখানে ভালো লাগছে না। তাছাড়া উপাচার্য়ের অনিয়মের প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি আর কিছু বলতে চান না বলে ফোনটি কেটে দেন।