সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার দুর্নীতিবাজ ও গণহত্যাকারী শেখ হাসিনার সরকারের নিয়োগকৃত ভিসি প্রফেসর ডা মোঃ শাহ আজমের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পে বেশ কিছু শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা ছাত্র আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন দালালেরা ঠুকে আছে। তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়কে নোংরা পরিস্থিতিতে নিয়ে গেছে। এক্ষেত্রে আমাদের প্রথমত দাবি ভিসির পদত্যাগ এই মর্মে তিনি রাজনীতির একটা প্রবণতা তিনি চালিয়েছে। এমনকি তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। এবং যা আমরা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এটি করতে দেখি নাই।
শিক্ষার্থীরা আরো বলেন, আজকে আমাদের যে এক দফা কর্মসূচি ছিলো তা আমরা সমস্ত ডিপার্টমেন্টে গিয়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমাদের শিক্ষার্থীদের সকলের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ভিসি প্রফেসর ডা. শাহ আজম তিনি শিক্ষকদের জোরপূর্বকভাবে বলেছেন তারা জেনো কোনভাবেই এই আন্দোলনে না আসতে পারে। এ জন্য বিভিন্ন মহল থেকে অর্থ বিনিময়ে তাদেরকে আটকানোর চেষ্টাও করেছে।
এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কারণ তাকে রাখতে পারলে তার যে দুর্নীতি করার বা দুর্নীতি খাত গুলো বন্ধ হয়ে গেছে তারা আবার দুর্নীতি করতে পারবে। এক রাজ্য করতে পারবে কায়েম করতে পারবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণ রাখার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তাই আমরা ছাত্ররা চাই ভিসি স্যার আজ হোক কাল হোক চলে যাবে। কিন্তু শিক্ষক আপনারা তো আমাদের সাথেই থাকবেন তাই আমরা চাই শিক্ষকগণ আপনারা আমাদের সাথেই থাকুন।
তাই আমরা ছাত্ররা কিছু করার আগেই আপনি সম্মানের সাথে পদত্যাগ করে চলে যান। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
