ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) সায়েন্স ক্লাব আয়োজিত আন্তর্জাতিক বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
প্রধান অতিথি মো. সোহরাব হোসাইন ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ আয়োজন থেকেই বেরিয়ে আসবে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, যারা একদিন দেশের সীমা অতিক্রম করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে।
বিশেষ অতিথি ছিলেন কার্নিভাল-এর টাইটেল স্পনসর বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. মাকসুদুর রহমান ও প্লাটিনাম স্পনসর সামিট গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ খান।
এই আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় রাজধানীসহ সারা দেশের সাড়ে ৪ শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে উৎসবমুখর কলেজ ক্যাম্পাস। ৪ দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজনে কোডেভার ১.০, প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, ইলাসট্রেইশন এক্সজিবিশন, পোস্টার ডিজাইনিং এক্সজিবিশন, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, প্রভৃতি কুইজ, সুডোকু প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
জুনিয়র ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম স্তরের শিক্ষার্থীরা, সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে সেরা দশটি দল দুবাইয়ে কোডেভার ৫.০ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।