ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘ইউনাইটেড হেলথ্কেয়ার প্রেজেন্টস ১৭তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স এণ্ড কোডেভার ৭.০ কানির্ভাল-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসেন। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, টাইটেল স্পন্সর ইউনাইটেড হেলথ্কেয়ার এর প্রতিনিধি ড. আজহারুল ইসলাম খান, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এই তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরী ও সারা দেশের দুই শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে কোডেভার ৭.০, প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, বাজারব্লিটস, মিনি সুমো, এফওয়ান রেসিং, ড্রোন রেসিং, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, কুইজ ও রোবোটিক প্রদর্শনী প্রতিযোগিতা।
প্রতিযোগিতার শ্রেণিবিন্যাস করা হয়েছে প্রাইমারি (৩-৫ শ্রেণি), জুনিয়র (৬-৮ শ্রেণি), সেকেন্ডারি (৯-১০ শ্রেণি), সিনিয়র (১১-১২ শ্রেণি) এবং বিশ্ববিদ্যালয় স্তরে। প্রতিটি শ্রেণির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি জানান, এ ধরনের আয়োজন দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং একদিন তারা দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক মানে বাংলাদেশকে তুলে ধরবে। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার এই তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান খান।
ঢাকা রেসিডেনসিয়াল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
