স্কুলে বিশেষ ক্লাসের নামে কোচিং করানো যাবে না

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে কোচিং করানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৪ মার্চ) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো বা কোচিংয়ে বাধ্য করানো হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে সরকার ২০১২ সালে নীতিমালা জারি করে। এর গেজেট হয় ২০১৯ সালে। ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে কোচিং-বাণিজ্যের অভিযোগে ২৫ শিক্ষককে বদলি করেছিল মাউশি।