বাউবির বিবিএ প্রোগ্রামে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় বাড়লো

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রামের ২৪১ সেমিস্টারের ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ভর্তিচ্ছু ও চলমান শিক্ষার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি, কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স পুনঃরেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।

বাউবির স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস (এসএসএস) বিভাগ সূত্রে জানা গেছে, বর্ধিত এই সময়সীমা বিবিএ প্রোগ্রামের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যমান শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী অনলাইন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ভর্তি হয়েছেন, তাদেরকে একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১৯১ সেমিস্টারের আগের কোনো সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স রেজিস্ট্রেশন ও কোর্স পুনঃরেজিস্ট্রেশন অফলাইনে সম্পন্ন করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ডের ফটোকপি এবং ফি জমাদানের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী পূর্বে সেমিস্টার ব্রেক নিয়েছিলেন, তাদের জন্যও সব লেভেলে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম খোলা থাকবে। ফলে তারাও বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।

NB/FJ
আরও পড়ুন