ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার এবং তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণভাবে সফল রাজনীতিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ছাত্রদের অংশগ্রহনে ‘অসমাপ্ত আত্মজীবনী’,‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের ওপর কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা, কলেজছাত্রের ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’ প্রদান এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।